এ রকম কোনোদিন দ্যাখোনি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রিকশাওয়ালা এবং অটোওয়ালাদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়সভা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রিকশাওয়ালা এবং অটোওয়ালাদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়সভা।


‘আজশাই বিশ্বোবিদ্যালয়ে আইজ থাকি সাড়ে তিন বছর নাগাদ ইকশা চালাই; এ রকম কোনোদিন দ্যাখিনি। মোক খুব ভালো নাগেছে। তোমরালা বড় হওরে বাপ।’ নীলফামারী জেলার ৫৩ বছর বয়সী রাবি ক্যাম্পাসের  রিকশাওয়ালা মো. নূরুল ইসলাম আবেগপ্রবণ  হয়ে এমনই মন্তব্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার রিকশাওয়ালা ও অটোচালকদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণের সময়।

রাবি ক্যাম্পাসের রিকশাচালক সদর রাজশাহী জেলার বুধপাড়ার মো. শহিদুল ইসলাম (৪৮) বলেন, ‘এইডা খুব ভালো লাগিল। মুখে বুলার মতো না। আজীবন মনে থাকবে, তোমরালা এত কিছু দিছো।’
৮ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রিকশাওয়ালা এবং অটোওয়ালাদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করে। ক্যাম্পাসের মোট ৩০ জনকে স্বাস্থ্য উপকরণ দেওয়া হয়।