ফুল ফসলের হেমন্ত

ঋতুর রানি বিদায় নিয়ে
আসছে আবার হেমন্ত,
শিশিরভেজা ধানের ছবি
মনমাতানো এমন তো।

চতুর্দিকে শ্বেতকুয়াশা
সকাল-সাঁঝে ভাসে তো,
নজরকাড়া শিশিরকণা
রোদের ছোঁয়ায় হাসে তো।

আঁকাবাঁকা নদীর বুকে
জালপাতানো দৃশ্যতে,
মনোহরা গাঁয়ের ছবি
যায় না দেখা বিশ্বতে।

কচিপাতার ফাঁকে ফাঁকে
মিষ্টি রোদের নেমন্ত,
পাখির ডাকে মুগ্ধ হৃদয়
ফুল-ফসলের হেমন্ত।