আমার এই দেশ

পাখিদের কলরবে
ওঠে রোজ রবি
আঁকাবাঁকা বুকে হাসে
শেফালির ছবি।

কৃষকের মুখে হাসি
সবুজের মাঠে
খোকাখুকি বই হাতে
বসে রোজ পাঠে।

ফুল ফুটে ফুলবাগে
দোয়েলের গানে
শত নদী বয়ে যায়
কল-কলতানে।

সব জাতি মিলেমিশে
আছে একসাথে,
সম্প্রীতি ভালোবাসা
দেখি রোজ প্রাতে।

মাঠ–ঘাট ছায়াঘেরা
সবুজের হাসি
আমার এই দেশটারে
কত ভালোবাসি।

নারাইনপুর, কোম্পানীগঞ্জ, সিলেট