আজ তোমাদের ছুটি

ড্যাফোডিল বন্ধুসভার (স্থায়ী ক্যাম্পাস) উদ্যোগে ৩ নভেম্বর রোববার সেই সব অবহেলিত শ্রমজীবী মানুষকে সম্মান জানানোর লক্ষ্যে ‘আজ তোমাদের ছুটি’ নামক কর্মসূচি পালিত হয়।
ড্যাফোডিল বন্ধুসভার (স্থায়ী ক্যাম্পাস) উদ্যোগে ৩ নভেম্বর রোববার সেই সব অবহেলিত শ্রমজীবী মানুষকে সম্মান জানানোর লক্ষ্যে ‘আজ তোমাদের ছুটি’ নামক কর্মসূচি পালিত হয়।


আমাদের সমাজে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ রয়েছে। আমরা সব পেশার মানুষকে সমান চোখে দেখি না, সবাইকে সমানভাবে সম্মান দিই না, কিন্তু সমাজে তাদের কাজের যে বিরাট অবদান, রয়েছে তা অনস্বীকার্য।
ড্যাফোডিল প্রথম আলো স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার উদ্যোগে ৩ নভেম্বর রোববার সেই সব অবহেলিত শ্রমজীবী মানুষকে সম্মান জানানোর লক্ষ্যে ‘আজ তোমাদের ছুটি’ নামক কর্মসূচি পালিত হলো। প্রথম আলোর জন্মদিন উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’–এর অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা একটা থেকে বিকেল পর্যন্ত ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাসের সামনে হোটেল এবং ফুচকা দোকানে কর্মরত মানুষকে কাজের ছুটি দিয়ে সেখানে কর্মরত মানুষের হয়ে কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ বন্ধু। অবহেলিত শ্রমজীবী মানুষের প্রতি বিশেষ সম্মাননাস্বরূপ এই ভিন্নধর্মী উদ্যোগ।

হোটেলে খাবারের অর্ডার নেওয়া, খাবার পরিবেশনসহ টেবিল পরিষ্কারের কাজ করেছেন বন্ধুরা। অন্যদিকে ফুচকার দোকানেও একই কাজ করেছেন তাঁরা।
এই কর্মসূচি সবার প্রশংসা কুড়িয়েছে। সেই সঙ্গে হোটেল এবং ফুচকার দোকানে কর্মরত কর্মচারীরাও একে সাধুবাদ জানিয়েছেন।