মাঝনদীতে ডুবল সূর্য

২২ নভেম্বর চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে নৌভ্রমণ
২২ নভেম্বর চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে নৌভ্রমণ


সূর্য ধীরে ধীরে হেলে পড়ছে পশ্চিম আকাশে। মনে হচ্ছে কর্ণফুলী নদীর ঠিক ওপাশেই ডুব দিচ্ছে রক্তিম সূর্যটা। চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা তখন কর্ণফুলী নদীর বুকে। বলা যায় একেবারে মাঝনদীতেই হেলেদুলে চলছে নৌকা। কখনো ইঞ্জিন, কখনো বইঠা দিয়ে মাঝি নৌকা এগিয়ে নিচ্ছেন আর আমরা উপভোগ করছি সূর্যাস্ত। এভাবেই গত ২২ নভেম্বর সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করার সৌভাগ্য হয়েছিল আমাদের চট্টগ্রাম বন্ধুসভার নৌভ্রমণের আয়োজনে।

বিকেল চারটায় শুরু হয় আমাদের নৌযাত্রা। ফিরিঙ্গিবাজার ব্রিজ ঘাটে এর আগেই হাজির হন নৌভ্রমণে যেতে আগ্রহী বন্ধুরা। নৌভ্রমণ শুরুর পর থেকেই বন্ধুদের কণ্ঠে ছিল গান। একের পর এক গানের পরিবেশনায় পুরো পরিবেশ হয়ে ওঠে আরও মুগ্ধকর। এর মধ্যেই বন্ধু ফয়সাল সবাইকে চকলেট খাওয়ান। এ সময় চট্টগ্রাম সভার সভাপতি শিহাব জিশানের কড়া সতর্কবার্তা ছিল, ‘‌আপনারা কেউ চকলেটের মোড়ক পানিতে ফেলবেন না। ’ ভ্রমণের সঙ্গে পরিবেশের দিকে নজর দিচ্ছেন, এটা বেশ ভালো একটা শিক্ষা বন্ধুদের জন্য। কথায় ও গানে নদীর বুকে সূর্যাস্ত দেখতে দেখতে এক ঘণ্টা পর শেষ হয় নৌভ্রমণ।

নৌভ্রমণ শেষে বন্ধুরা একটা নৌকায় ওঠেন চা খাওয়ার জন্য। নৌকায় বেশ যত্ন করে চায়ের দোকান বানানো হয়েছে। তখন উপস্থিত ছিলেন বন্ধুসভার ফাহিম উদ্দীন শাওন। নৌকায় জাদু দেখান বন্ধু ফয়সাল। এ আয়োজনের সমন্বয়কারী ছিলেন ইরফাতুর রহমান অনিক। এ ছাড়া উপস্থিত ছিলেন বন্ধু সজীব, সোহেল, তাশফিক, বিশ্বজিৎ, মাহিরসহ অনেকে।

তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা