গোপালগঞ্জ মুক্ত দিবসে বন্ধুসভার শ্রদ্ধা

মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।
মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।


৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে গোপালগঞ্জ মুক্ত হয়। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ বন্ধুসভার সদস্যরা শহরের জয়বাংলা পুকুরসংলগ্ন বধ্যভূমিতে ফুল দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তাঁদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মুক্তার আলী বীর প্রতীক বক্তব্য দেন। তিনি তাঁর বক্তৃতায় তৎকালীন সোভিয়েত ও ভারত সরকারের সাহায্য, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অবদানের কথা তুলে ধরেন। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি নুতন শেখ, সাংবাদিক সুব্রত সাহা বাপি, গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি ইনজারুল হক, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহসভাপতি অনিমেষ কুমার ও হৃদয়, প্রচার সম্পাদক মফিজুর রহমান, সাহিত্য সম্পাদক ফাহিম সোলেমান, উপসাংগঠনিক সম্পাদক তালহা, পাঠচক্রবিষয়ক সম্পাদক সাইফুল, পাঠাগারবিষয়ক সম্পাদক সিদ্দিকুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মমিন, সদস্য শর্মী, সাগর, মাহমুদুল, নেওয়াজ, সজিব এবং সেলিম। ছবি সংগ্রহে ছিলেন দপ্তর সম্পাদক শাওন।

সাহিত্য বিষয়ক সম্পাদক