অসহায় আইয়ুব আলীর পাশে মাদারীপুরসভা

অসহায় আইয়ুব আলীর পাশে মাদারীপুরসভা।
অসহায় আইয়ুব আলীর পাশে মাদারীপুরসভা।


আইয়ুব আলী (৭০) দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। প্রতিবেশীদের সহযোগিতায় স্ত্রীকে নিয়ে কোনো রকম চলে তাঁর সংসার। এমন মানবেতর জীবনযাপন করা অসহায় আইয়ুব আলীর পাশে দাঁড়ালেন মাদারীপুর বন্ধুসভার সদস্যরা।
আইয়ুব আলীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকায়। ওই ইউনিয়নেই বাস করেন মাদারীপুর বন্ধুসভার যোগাযোগবিষয়ক সম্পাদক হজরত আলী। আইয়ুব আলীর মানবেতর জীবনযাপনের কথা শুনে প্রথমে এককভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। সম্প্রতি বন্ধুসভার একটি আলোচনা সভায় আইয়ুব আলীকে সহযোগিতা করার বিষয় উপস্থাপন করেন হযরত আলী। পরে বন্ধুসভার সব বন্ধু আইয়ুব আলীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
বন্ধুসভার সহযোগিতা পেয়ে খুশি হন আইয়ুব আলী। তিনি বলেন, ‘অসুখের কারণে কোনো কাম–কাইজ করতে পারছি না। মাঝেমধ্যে ধার দেনা হইয়া যায়। তহন গোয়ালের গরুটা হাডে বেইচা দেই। এখন ভিটিবাড়ি ছাড়া কিছুই নাই।’
সহযোগিতা বিতরণ অনুষ্ঠানে মাদারীপুর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ আকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহসিন খান, অজয় কুণ্ডু, পাঠচক্র সম্পাদক মো. সাইয়ান মাহামুদ সৈকত, যোগাযোগ সম্পাদক হজরত আলী, দপ্তর সম্পাদক মো. অহিদুজ্জামান নাহিদ, পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক লুনা বৈদ্য, সমাজকল্যাণ সম্পাদক রাসেল সিকদার, বন্ধুসভার সদস্য এহসান আজগর, বৃষ্টি দে, বর্ষা জাহান, ফাহমিদা রহমান শোভা, পূজা সরকার ও রায়হান মোড়ল।