স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম বন্ধুসভা পুষ্পস্তবক অর্পণ

স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম বন্ধুসভা পুষ্পস্তবক অর্পণ।
স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম বন্ধুসভা পুষ্পস্তবক অর্পণ।


৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদারমুক্ত দিবসকে কেন্দ্র করে কুড়িগ্রাম বন্ধুসভা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ, র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর এই দিনে বাংলার মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদারেরা কুড়িগ্রাম ছেড়ে পালিয়ে যায়। এতে হানাদার মুক্ত হয় এই অঞ্চল। মুক্তিযোদ্ধদের স্মরণে ৬ ডিসেম্বর কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা সকাল ৯টায় শোভাযাত্রা করেন এবং র‌্যালি শেষে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন।

পুষ্পস্তবক হাতে কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা।
পুষ্পস্তবক হাতে কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা।


এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা হাসান পলাশ, ওবায়েদুর রহমান, সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, নারীবিষয়ক সম্পাদক মোছা. নুসরাত জাহান, পরিবেশ সম্পাদক আসমাউলহুসনা নিশা, জাকির, কল্লোল রায়, মিজান প্রমুখ।