ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার পুনর্মিলনী

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার পুনর্মিলনী।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার পুনর্মিলনী।


ওয়ার্ল্ড ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে গত ৫ ডিসেম্বর আয়োজন করা হয় বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান।
এ অনুষ্ঠানটির প্রথম পর্বে বন্ধুদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন সানজানা হাশিম(প্রভাষক, ডব্লিউইউবি), কাজী হাসান রবিন(অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডব্লিউইউবি) ও প্রিন্স শাহ আলম(জাতীয় পরিচালনা পর্ষদ, বন্ধুসভা)।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা কর্তৃক আয়োজিত ‘একটি করে রঙিন জামা’ প্রকল্পের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
সনদ প্রদান শেষে নির্বাচিত চারজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে বই পুরষ্কার দেওয়া হয়।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার পুনর্মিলনী।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার পুনর্মিলনী।


এ পর্ব সম্পন্ন হওয়ার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বকে চমৎকার উৎসবমুখর করে তোলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা। গান করেন আসিফ ইকবাল সৌরভ (হসপিটালিটি এবং ট্যুরিজম), সাদাফ নাসের (সিএসই), আরিয়ান অর্ণব (সিএসই), নাচ করেন ফারজানা আকতার লিজা(মেকাটনিকস), উম্মে সাদিয়া(সিএসই), আবৃত্তি করেন মেহেরা তানজিম(ইংরেজি), কাকন আফরিন(সিএসই), মো. হাসিবুর রহমান(ইংরজি)।
মহানগর বন্ধুসভার বন্ধু গাজী আনিস দেশের সব জেলার নাম মুখস্থসহ ভিন্ন ভিন্ন প্রতিভা প্রদর্শন করেন।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার পুনর্মিলনী।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার পুনর্মিলনী।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার সানজানা হাশিম (ইংরেজি বিভাগ), অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজী হাসান রবিন (সিএসই)।