সরিষাবাড়ী বন্ধুসভার মূল্যায়ন বৈঠক

মূল্যায়ন বৈঠকে বন্ধুসভার বন্ধুরা।
মূল্যায়ন বৈঠকে বন্ধুসভার বন্ধুরা।


৯ ডিসেম্বর সোমবার বিকেলে এক বিশেষ বৈঠকে বসেন সরিষাবাড়ী বন্ধুসভার বন্ধুরা। সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে স্মৃতিসৌধে বসে এ বৈঠক করা হয়। বৈঠকে সারা বছর বন্ধুসভায় যুক্ত থেকে নানা রকমের ভালো কাজে অংশগ্রহণ করার সুন্দর অনুভূতি ব্যক্ত করেন বন্ধুরা।
একাধিকবার ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ঈদে নতুন জামা বিতরণ কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণসহ গ্রামবাসীর উদ্যোগে তৈরি কাঠের সেতুর সংযোগ স্থলে বন্ধুসভার উদ্যোগে মাটি ভরাট করে দেওয়ার কাজকে এ বছরের সেরা কাজ হিসেবে উল্লেখ করা হয়।
সারা বছরের কাজের মূল্যায়ন শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও সরিষাবাড়ী হানাদারমুক্ত দিবস উদ্যাপনের প্রস্তুতিসহ আগামী ২০২০ সালের কার্যকরী কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলো সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী বন্ধুসভার উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম, সহসভাপতি রুবেল হোসাইন, সাধারণ সম্পাদক মাকসুদা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক শোভা দাস, প্রচার সম্পাদক সুমন মিয়া, দপ্তর সম্পাদক রাহাত মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক শিপন মিয়া, পাঠাগার সম্পাদক আতিফ আসাদ, বিজ্ঞানবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ওয়াছিউল আলমসহ বন্ধু রেহানা আক্তার, জান্নাতুল নাইম, আমিনুল ইসলাম, পারভেজ হোসেন, তৌহিদ মাহমুদ, মিনফাজুল ইসলাম, ফজলে রাব্বী, সুলতানা ইয়াসমিন, ঝর্ণা, লিমা, মিথিলা, তানিয়া প্রমুখ।