ভৈরব বন্ধুসভার সাংস্কৃতিক পরিবেশনা

ভৈরব বন্ধুসভার সাংস্কৃতিক পরিবেশনা।
ভৈরব বন্ধুসভার সাংস্কৃতিক পরিবেশনা।


১ ডিসেম্বর কিশোরগঞ্জের ভৈরবে পালিত হলো নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে সাংস্কৃতিক পর্বে ভৈরব বন্ধুসভা অংশগ্রহণ করে আয়োজনটিকে আরও জমজমাট করে তোলে।
প্রয়াত তিন গুণী শিল্পীকে শ্রদ্ধা জানাতে ভৈরবসভার বন্ধুরা একটি দলগত নাচ এবং আধুনিক সিনেমার গানে জুটিবদ্ধ হয়ে মোট তিনটি নাচে অংশ নেন। সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী বন্ধুরা হলেন ছিদরাতুল রশিদ, সানজিদা সিদ্দিকা, জান্নাতুল প্রীতি, ফ্রমি হক জেরিন, টুসি, মহিমা মেধা, মানিক আহমেদ, অর্ণব গণি, রিফাত হোসেন রাসেল রাজ, শরীফুল ইসলাম ও নাহিদ হোসাইন।

ভৈরব বন্ধুসভার সাংস্কৃতিক পরিবেশনা।
ভৈরব বন্ধুসভার সাংস্কৃতিক পরিবেশনা।


বন্ধুসভার সাংস্কৃতিক পর্বটি সঞ্চালনা করেন আল আমিন তুষার। সভাপতি আসাদুজ্জামান সোহেল বলেন, এই সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে বন্ধুদের মধ্যে কর্ম–উদ্দীপনা আরও বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি প্রিয়াংকা, পাঠচক্র সম্পাদক সুমাইয়া হামিদ, পরিবেশ সম্পাদক আফিসা আলী, সাবেক প্রশিক্ষণ সম্পাদিকা ওয়াহিদা আমিন, সাবেক সভাপতি আরাফাত ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম।