নোয়াখালী বন্ধুসভার দেয়ালিকা 'রক্তঋণ'

নোয়াখালী বন্ধুসভার দেয়ালিকা ‘রক্তঋণ’
নোয়াখালী বন্ধুসভার দেয়ালিকা ‘রক্তঋণ’


১৪ ডিসেম্বর শহীদ দিবস উদ্‌যাপন উপলক্ষে নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা একটি দেয়ালিকা রক্তঋণ প্রকাশ করে। এর সঙ্গে থাকে মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর।

প্রথমে বেলা তিনটার সময় বন্ধুরা এসে উপস্থিত হয় নোয়াখালী প্রেসক্লাবে। বন্ধুদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতে আসেন নোয়াখালীর বীর মুক্তিযোদ্ধা (নোয়াখালী বিএলএফের কমান্ডার) এ বি এম ফজলুল হক বাদল। পরিচয় পর্ব শেষে বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা তিনি সুন্দরভাবে বলেন। বন্ধুদের অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। মুক্তিযুদ্ধের গল্প শোনা শেষে বীর মুক্তিযোদ্ধার হাতে বন্ধুদের দেয়ালিকা উন্মোচন করেন।