চট্টগ্রাম বন্ধুসভার বুদ্ধিজীবী দিবস পালন

চট্টগ্রাম বন্ধুসভার বুদ্ধিজীবী দিবস পালন
চট্টগ্রাম বন্ধুসভার বুদ্ধিজীবী দিবস পালন


১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সহযোগিতায় হত্যা করা হয় বাংলাদেশের ১ হাজার ৭০ জন বুদ্ধিজীবীকে। যাঁদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিক।

জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে একে একে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা আসতে থাকেন পাহাড়তলী শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বন্ধুদের পাশাপাশি ফুল দিয়ে শহিদদের স্মরণ করার সময় উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি দন্ত্যস রওশন। তিনি বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন বন্ধুদের কাছে।

এরপর চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি শিহাব জিসান অনিক ও জয়শ্রী দাশ বন্ধুদের উদ্দেশে বুদ্ধিজীবী দিবসের ওপর আলোকপাত করেন। বন্ধুসভার বন্ধু অনন্যা রিয়া দেশাত্মবোধক গান এবং সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করে শোনান বন্ধুসভার ফাহিম উদ্দীন শাওন ও বন্ধু বেনজীর বিনতে শওকত।

তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা।