উষ্ণ ভালোবাসা

সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ময়মনসিংহসভার কম্বল বিতরণ।
সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ময়মনসিংহসভার কম্বল বিতরণ।


৮ জানুয়ারি ময়মনসিংহ বন্ধুসভা একটি প্রতিবন্ধী স্কুলের ৪০টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ৪০টি কম্বল বিতরণ করে।
শহর থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত তারাকান্দা উপজেলার বাগিরপাড়া গ্রামে নূরুল ইসলাম অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ৪০ জন প্রতিবন্ধী ও গ্রামের ৭টি সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ৪৭টি কম্বল বিতরণ করা হয়।
বন্ধুসভার বন্ধুরা ময়মনসিংহ শহর থেকে ভোর সাড়ে ৬টায় তারাকান্দার উদ্দেশে রওনা হন।

সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ময়মনসিংহসভার কম্বল বিতরণ।
সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ময়মনসিংহসভার কম্বল বিতরণ।


প্রচণ্ড কুয়াশার মধ্যে তখন অটোরিকশা করে স্কুলের প্রতিবন্ধী শিশুরা স্কুলে আসতে শুরু করে। সকাল ৯টায় স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে প্রতিবন্ধী শিশুদের মধ্যে বন্ধুসভার বন্ধুরা নিজেদের অর্থায়নে ক্রয়কৃত কম্বল বিতরণ করেন।

সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ময়মনসিংহসভার কম্বল বিতরণ।
সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ময়মনসিংহসভার কম্বল বিতরণ।


এ সময় বন্ধুসভার সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক সাহিদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক দিবা সরকার, সহসভাপতি মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সৌরভ, উপসাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক, তৌফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক, জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক ইমরান হোসেন পাঠচক্র সম্পাদক রতন বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌকির ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ইসরাত জাহানসহ বন্ধুসভার ১৭ জন বন্ধু উপস্থিত ছিলেন।

সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ময়মনসিংহসভার কম্বল বিতরণ।
সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ময়মনসিংহসভার কম্বল বিতরণ।


কম্বল বিতরণ শেষে বন্ধুসভার সভাপতি আবুল বাশার কম্বল বিতরণে সহযোগী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতায় সব সময় অবহেলিত মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান।