সরিষাবাড়ীতে ২০০ শীতার্ত পেল কম্বল

সরিষাবাড়ীতে ২০০ শীতার্ত পেল কম্বল।
সরিষাবাড়ীতে ২০০ শীতার্ত পেল কম্বল।


জামালপুরের সরিষাবাড়ীতে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আরএনসি উচ্চবিদ্যালয়ের মাঠে প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। ২০০ জন শীতার্ত গরিব মানুষের মধ্যে এই কম্বল বিতরণে সহায়তা করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সরিষাবাড়ী শাখা।
উপজেলা ও পৌর শহরে তীব্র শৈতপ্রবাহ পড়ায় গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা, নান্দিনা, আদ্রা, ছাতারিয়া, চুনিয়াপটল ও পৌর শহরের কোনাবাড়ী, তাড়িয়াপাড়া—এই সাতটি গ্রামের ২০০ জন শীতার্ত গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সরিষাবাড়ী শাখা ব্যবস্থাপক ফয়সাল মাহমুদ, ওয়াছিউল আলম, শিপন মিয়া, আতিকুল ইসলাম, সাইদুজ্জামান, রুবেল, পারভেজ হোসেনসহ সরিষাবাড়ী বন্ধুসভার সদস্যরা।
তাড়িয়াপাড়া গ্রামের রবিরন বেওয়া (৬৫) বলেন, ‘কুম্বল পাইয়া বালাই হইল এহন জারে (শীতে) কষ্ট করন লাগব না।’
চর রৌহা গ্রামের আসর আলী ফকির (৬৫) বলেন, ‘প্রথম আলো বাঁইছে থাকুক। আমগো উপকার করছে।’
২০০ জন গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সাধারণ সম্পাদক, সরিষাবাড়ী বন্ধুসভা