ফেসবুকের নেতিবাচক ব্যবহার শীর্ষক কর্মশালা

ফেসবুকের নেতিবাচক ব্যবহার শীর্ষক কর্মশালা।
ফেসবুকের নেতিবাচক ব্যবহার শীর্ষক কর্মশালা।


ভৈরবসভার ব্যবস্থাপনায় ‘ফেসবুকের নেতিবাচক ব্যবহার শীর্ষক’ দিনব্যাপী কর্মশালা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় জান্নাত রেস্টুরেন্টের হলরুমে এই কর্মশালা হয়।
কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়নের টুরিস্ট পুলিশ সুপার মো. আপেল মাহমুদ। আরও প্রশিক্ষণ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
অনুষ্ঠানে আলোচকদের ভাষ্য ছিল, তরুণ প্রজন্মের জন্য ফেসবুকের নেতিবাচক প্রভাব শীর্ষক কর্মশালাটি খুবই প্রয়োজন ছিল। ফেসবুকের সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা না থাকলে মানুষের জীবনে সবচেয়ে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এই জন্য ফেসবুক ব্যবহারে নেতিবাচক দিকগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত।
আপেল মাহমুদ তাঁর আলোচনায় বলেন, কোনো ভয়েই ফেসবুক ব্যবহার থেকে দূরে থাকার প্রয়োজন নেই। তবে ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।