ভালোবাসা দিবস কাটল 'আপন নিবাস' বৃদ্ধাশ্রমে

ভালোবাসা দিবস কাটল ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে।
ভালোবাসা দিবস কাটল ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে।


১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় আবদুল্লাহপুর থেকে অটোরিকশাযোগে উত্তরা বন্ধুসভার ৩২ জন বন্ধু ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে রওনা হন।
এটি রাজধানীর আবদুল্লাহপুর থেকে চার–পাঁচ কিলোমিটার দূরে উত্তরখানের মৈনারটেকে অবস্থিত।
সেখানে বন্ধুরা মায়েদের সঙ্গে কথা বলেন, গল্প ও গান গেয়ে তাঁদের সঙ্গে সময় কাটান। বন্ধুরা ৮৫ জন মায়ের দুপুরের খাবারের ব্যবস্থা করেন।
কথা হয় বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধানে থাকা নাহার বেগমের সঙ্গে। তিনি শুরু থেকেই এখানকার সব মায়ের দেখাশোনা করছেন।

ভালোবাসা দিবস কাটল ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে।
ভালোবাসা দিবস কাটল ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে।


বৃদ্ধাশ্রমের দায়িত্বে থাকা হিসাবরক্ষক আমজাদ হোসেন বলেন, এখানে জায়গার স্বল্পতার কারণে সঠিকভাবে তাঁদের যত্ন নেওয়া সম্ভব হচ্ছে না। এখানে ৪ জন শিশু ও ৭০ জন মা বাস করেন। তাঁদের তত্ত্বাবধানের জন্য কাজ করেন ১৫ জন।
পরিদর্শন শেষে বন্ধুরা বলেন, ‘আজ বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের সব ভালোবাসা এই মায়েদের জন্য।’
আপন নিবাস বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেলী। তিনি ২০১০ সালে বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করেন।

ভালোবাসা দিবস কাটল ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে।
ভালোবাসা দিবস কাটল ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে।


আয়োজনে সহায়তা করেছেন সভাপতি জুল হক রহমান, সহসভাপতি সুজন মিয়া ও আল ফয়সাল, সাধারণ সম্পাদক আকিব আনজুম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হাসনাত, নারীবিষয়ক সম্পাদক তাহসীন ঐশী, অর্থ সম্পাদক নুসরাত জাহানসহ জুয়েল, মিশু, রাফি, ইমা, দৃষ্টি, মুন্নি, সোনিয়া, জ্যোতি, আমজাদ, নাদিম, রায়হান, আবদুল লতিফ, এরশাদ, লিজাসহ আরও অনেক বন্ধু।