চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বসন্তবরণ

নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জসভা বসন্তবরণ উদ্যাপন করে। অনুষ্ঠানে দলীয় নাচ পরিবেশন করে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থী ও কোল ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক দল।
নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জসভা বসন্তবরণ উদ্যাপন করে। অনুষ্ঠানে দলীয় নাচ পরিবেশন করে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থী ও কোল ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক দল।


শোভাযাত্রা, আবৃত্তি, নাচগান ও আলোচনার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভা বসন্তবরণ উদ্‌যাপন করেছে। নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেল চারটায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ক্ষুদ্র জাতিসত্তার নাচগানের সঙ্গে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে এসে একই স্থানে এসে অনুষ্ঠানে মিলিত হয়। চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। আরও বক্তব্য দেন বন্ধুসভার সাবেক সভাপতি আনিফ রুবেদ, মারিয়া হাসান, নাহিদুল হক প্রমুখ। বসন্তের দলীয় সংগীত পরিবেশন করেন শাহজাহান প্রামাণিক, আবদুস সাত্তার, অনামিকা ঠাকুর, সাঈদ মাহমুদ, ওজিফা খাতুন, মারিয়া হাসান, আবদুল মতিন, সেলিম রেজা, সিদ্ধার্থ কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে আবৃত্তি করেন সমাজকল্যাণ সম্পাদক ফজিলাতুন্নেসা। গান পরিবেশন করেন আবদুল মতিন, আনিফ রুবেদ, আবদুস সাত্তার, কাওসার রিপন, ঋদ্ধি। অনুষ্ঠানে দলীয় নাচ পরিবেশন করে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থী ও কোল ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক দল।