জোহা দিবসে রাবি বন্ধুসভার আয়োজন

জোহা দিবসে রাবি বন্ধুসভার আয়োজন
জোহা দিবসে রাবি বন্ধুসভার আয়োজন


দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা স্মরণে পালিত হলো জোহা দিবস। বাংলাদেশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে ভিন্ন ধরনের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা রাজশাহী বিশ্ববিদ্যালয়।

জোহা দিবসে রাবি বন্ধুসভার আয়োজন
জোহা দিবসে রাবি বন্ধুসভার আয়োজন


গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা শহীদ ড.শামসুজ্জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর ১ মিনিট নীরবতা পালন করেন এবং ড.শামসুজ্জোহার জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা হয়।

জোহা দিবসে রাবি বন্ধুসভার আয়োজন
জোহা দিবসে রাবি বন্ধুসভার আয়োজন


তারপর বন্ধুসভার পক্ষ থেকে শুরু হয় জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার জন্য গণস্বাক্ষর কমর্সূচি। গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু। তারপর গণস্বাক্ষর কর্মসূচির সঙ্গে সমর্থন জানিয়ে সেখানে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ বিভাগের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম  সাগর, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদ আল মাহফুজ, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সরকার সুজিত কুমার, বন্ধুসভার সাবেক সভাপতি মাজহারুল ইসলাম , মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাফিস অলি, খালিদ হাসান এবং কমিটির সদস্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি তাসনিম হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিফ হাসান মেহেদী।