ড্যাফোডিলে বসন্ত

ড্যাফোডিল বন্ধুসভার ড্যাফোডিলে বসন্ত
ড্যাফোডিল বন্ধুসভার ড্যাফোডিলে বসন্ত


সময় তখন বিকেল চারটা। বেলা যতই বাড়ছে, ড্যাফোডিল ইউনিভার্সিটির সোবহানবাগ ক্যাম্পাসের মিলনায়তন ৭১-এ বন্ধুদের ঢল ততই বাড়ছে। সবার চোখেমুখে উচ্ছ্বাস। অপেক্ষা বসন্তের অনুষ্ঠান ‘ড্যাফোডিলে বসন্ত’–এর জন্য। ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন রফিকুল ইসলাম। শুরুতেই বন্ধুদের সামনে ড্যাফোডিল বন্ধুসভার নতুন কমিটির পরিচয় করিয়ে দেন মডারেটর আনোয়ার হাবিব কাজল; বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুব পারভেজ।

ড্যাফোডিল বন্ধুসভার ড্যাফোডিলে বসন্ত
ড্যাফোডিল বন্ধুসভার ড্যাফোডিলে বসন্ত


এরপর পর্যায়ক্রমে মঞ্চে পরিবেশিত হয় নাচ, গান, আবৃত্তি ও রম্য বিতর্ক। অনুষ্ঠানে গান পরিবেশন করেন গানের দল অনিয়মের সদস্য মেহেদি হাসান আকাশ, রামাতুল্লা সজল, বাহার সরদার, জয়িতা নাহার, জ্যোতি পারামানিক, তানজিম খান, নাকিব, ফারহান আহমেদ, নাহিদ খান, সৌরভ আহসান ও আসিবুল ইসলাম।

ড্যাফোডিল বন্ধুসভার ড্যাফোডিলে বসন্ত
ড্যাফোডিল বন্ধুসভার ড্যাফোডিলে বসন্ত


নাচ পরিবেশন করেন আকলিমা তিথি, হিমেল হাসান, ফরহাদ হোসেন, ফাতেমা জুঁই, তানজিম তমা, সাকিব আহমেদ, নিরমা, ফারজানা জুথি, প্রিয়া, তানিয়া, চাওন মন্ডল, পপি আক্তার, সবুজ আহমেদ, অরনি আক্তারসহ অনেকে। আবৃত্তি করেন যুথি আহমেদ, নকিব, হাবিব আহমেদ, সুইটি নাহার। রম্য বিতর্কে ছিলেন প্রিয়া, আয়ন সরদার, ফারিহা উলফাত, ফাতেমা জুই, সোহান, উম্মে হাবিবা তন্বি, সাকিবুল ইসলাম, মুন্না আহমেদ, মাহবুব হোসাইন, তানজিম তমা, ফারানা আক্তার, তানিয়া আরবিসহ অনেকে। রম্য নিউজ পড়েন কাউসার আনাম।

এছাড়া অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কামরুজ্জামান রাব্বি। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনজুড়ে ছিল বিভিন্ন আয়োজন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিল মেহেদি ও পিঠা উৎসব, যেখানে গ্রামবাংলার বিভিন্ন পিঠার পসরা নিয়ে বসেন বন্ধুরা। এ সময় বন্ধুদের পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। মেহেদি উৎসবে অংশ নিয়ে বন্ধুরা মেহেদি দিয়ে সাজিয়ে দেন একে অপরের হাত। বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সহকারী অধ্যাপক অনুজ কুমার চক্রবর্তী, বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ, সহসভাপতি সৈয়দ রশীদুল হাসান, সাধারণ সম্পাদক মৌসুমি মৌ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুল ওহাব।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদক সোহান হোসেন।