বন্ধুসমাবেশ এবং নাটোর বন্ধুসভার অভিজ্ঞতা

নাটোর বন্ধুসভার বন্ধুরা।
নাটোর বন্ধুসভার বন্ধুরা।


‘আমার মুক্তি আলোয় আলোয়’ প্রতিপাদ্য সামনে নিয়ে ৭-৮ ফেব্রুয়ারি গাজীপুরের মৌচাক স্কাউট মাঠে শুরু হয় পঞ্চম জাতীয় বন্ধুসমাবেশ। সারা দেশের প্রায় ১৪৫টি বন্ধুসভার বন্ধুরা অংশ নেন এই সমাবেশে।
প্রতিটি বন্ধুসভার মতো নাটোর বন্ধুসভার বন্ধুরাও অংশ নেন এই সমাবেশে। সেখান থেকে নানান অভিজ্ঞতা এবং অর্জন তুলে ধরেন সবার সামনে।
সুজন কুমার শীল বলেন, ‘জীবনের প্রথম বন্ধুসমাবেশে যোগ দিতে পেরেছি, তা–ও দলনেতা হিসেবে। সমাবেশে গিয়ে বুঝতে পারলাম, প্রকৃত বন্ধু কেমন হয় বন্ধুসুলভ আচরণ কেমন হয়। বন্ধুসমাবেশ অসাধারণ এক অনুভূতির নাম।’
রোকনুজ্জান রোকন বলেন, ‘বন্ধুসমাবেশে এর আগেও অংশগ্রহণ করেছি, কিন্তু এবারের রওশন ভাইয়ের সেই চোখ বন্ধ করে নিজের মাকে, দেশকে উপলব্ধি করার অনুভূতি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। সেখানে অনেক কিছু শিখেছি।’
সেলিম রেজা বলেন, ‘সমাবেশে গিয়ে অনেক মজা করেছি। শিখেছি জীবনে কীভাবে এগিয়ে যেতে হয়। জেনেছি তারুণ্যের মাধ্যমে সবকিছু জয় করা সম্ভব।’
বিমান কুমার বলেন, ‘বন্ধুসমাবেশে গিয়ে নতুন নতুন অনেক বন্ধু পেয়েছি। জীবন পরিবর্তনের জন্য করণীয় জানতে পেরেছি।’
শর্মিলা খাতুন বলেন, ‘আমরা শিখেছি কীভাবে নৈতিকতার সঙ্গে এগিয়ে যাওয়া যায়। বন্ধুসমাবেশ জীবন গড়ার প্ল্যাটফর্ম।’
যুগ্ম সাধারণ সম্পাদক