হবিগঞ্জ বন্ধুসভার শহীদ দিবস পালন

হবিগঞ্জ বন্ধুসভার বন্ধুরা ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বৃন্দাবন সরকারি কলেজের শহীদ মিনারে।
হবিগঞ্জ বন্ধুসভার বন্ধুরা ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বৃন্দাবন সরকারি কলেজের শহীদ মিনারে।


একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হবিগঞ্জ বন্ধুসভার বন্ধুরা সকাল ছয়টায় ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বৃন্দাবন সরকারি কলেজের শহীদ মিনারে।
শহীদ দিবসকে কেন্দ্র করে গত ৯ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি প্রথম আলো বন্ধুসভা হবিগঞ্জ নতুন লেখক তৈরির লক্ষে ‘নতুন সাহিত্যের খোঁজে ২০২০’ শিরোনামে এক প্রতিযোগিতা চালু করে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

‘নতুন সাহিত্যের খোঁজে ২০২০’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
‘নতুন সাহিত্যের খোঁজে ২০২০’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।


এতে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান রানা, শরীফ জামিল, অধ্যাপক জহিরুল হক শাকিল এবং প্রথম আলো হবিগঞ্জ জেলা প্রতিনিধি হাফিজুল রহমান নিয়ন। সভাপতি জসিম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আসিফ হোসেন।
উপস্থাপনায় ছিলেন সাহিত্য সম্পাদক মাকসুদুর রহমান খান ও সহসভাপতি ফাহমিদা সুলতানা তরফদার।

এ ছাড়া সহযোগিতায় ছিলেন সহসভাপতি মেহের সাগর সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তারেক, উপসাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ারুল হক, প্রচার সম্পাদক তানজিলা তামান্না, দপ্তর সম্পাদক ইমাদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শান্তা আক্তার নূপুর, বিজ্ঞানবিষয়ক সম্পাদক আকিব হাসান, পরিবেশ সম্পাদক মনির তালুকদার, অনুষ্ঠান সম্পাদক সৈয়দ আবতাহী মো. হামীম প্রমুখ।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন রাকিবুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সৌখিন সৌম্য এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন কনিকা রানী দাস, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম বিজয়ী হয়েছেন যথাক্রমে ফারিহা তাবাসসুম আনিকা, গৌরাঙ্গ সরকার, কৌশিক দাস কংকন, নুসরাত খান, তূর্য কর অয়ন, সাদিয়া খাতুন ও ফারিহা সানজানা।