রাজশাহী বন্ধুসভার শহীদ দিবস পালন

রাজশাহী বন্ধুসভার শহীদ দিবস পালন।
রাজশাহী বন্ধুসভার শহীদ দিবস পালন।


একুশে ফেব্রুয়ারি ভোর সাড়ে ছয়টায় রাজশাহী বন্ধুসভার বন্ধুরা প্রথম আলো রাজশাহী অফিসে এসে হাজির হন। বন্ধুরা প্রথম আলো রাজশাহী অফিস থেকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে ভুবন মোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।সকাল নয়টায় লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে রাজশাহী বন্ধুসভার আয়োজনে শুরু হয় সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও ভাষা আন্দোলন নিয়ে উপস্থিত বক্তৃতা।

রাজশাহী বন্ধুসভার শহীদ দিবস পালন।
রাজশাহী বন্ধুসভার শহীদ দিবস পালন।


প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়রিন জাফরসহ বন্ধুরা।  এ ছাড়া ‘নিজেরা বলি, নিজেরা শুনি’ স্লোগানে বিকেল চারটায় রাজশাহীর পদ্মার পাড়ে কবিতাপাঠের আয়োজন করে রাজশাহী বন্ধুসভা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভার উপদেষ্টা ফারুক হোসেন, মাসুদ রানা, আমিনা আনছারি, মিঠন আলী সরদার, সভাপতি বেলাল হোসেন, ভূমিকা আজাদ, পল্লব পাল, গিয়াসি সুলতানা, অনিক মাহমুদ, নাফিসা, পশাহিনুর রহমান, সুকন্যা খন্দকার, আসাদ, কিশোর কুমার, অনিক মাহমুদ, ঔরব আজাদ, ইয়ামিন মোল্লা, মমিনুল ইসলাম, ইমরানসহ অনেকে।

সভাপতি, রাজশাহী বন্ধুসভা