জামালপুর বন্ধুসভার পাঠচক্র

জামালপুরসভার পাঠচক্র শেষে বন্ধুরা।
জামালপুরসভার পাঠচক্র শেষে বন্ধুরা।


গত ৩১ জানুয়ারি বিকেলে জামালপুর বন্ধুসভা পাঠচক্রের আয়োজন করে। পাঠচক্রের বিষয় ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস পুতুল নাচের ইতিকথা।
সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে বন্ধুরা পাঠচক্রের আসরে বসে এবং বইটির কিছু অংশ পাঠ করা হয়।

পাঠচক্রে উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সভাপতি এস এম সিফাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক এস এম এম মাসুদ রানা, পাঠচক্র সম্পাদক শারমীন বীথি, পাঠাগার সম্পাদক মো. মারুফ মিয়া, ক্রীড়া সম্পাদক মো. জোবায়ের জাদিদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রবিউল আওয়াল ও বন্ধু রাকিবুল ইসলাম, মারুফ, তায়েবা, আঁখি, রিপা, কিবরিয়া, মুজাহিদ, তাসমিয়া, মীম, ইসরাত, মরিয়ম, মাছুম, কামালসহ আরও অনেকে।

পাঠচক্র সম্পাদক, জামালপুর বন্ধুসভা।