নোয়াখালী বন্ধুসভার বর্ণমালা উৎসব

নোয়াখালী বন্ধুসভার বর্ণমালা উৎসব
নোয়াখালী বন্ধুসভার বর্ণমালা উৎসব


২৮ ফেব্রুয়ারি শুক্রবার নোয়াখালী বন্ধুসভা আয়োজন করে বর্ণমালা উৎসবের। এটি নোয়াখালী বন্ধুসভার সপ্তম বর্ণমালা উৎসব। জাতীয় সংগীত গেয়ে উৎসবটি শুরু হয় সকাল নয়টায়।

পরে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ মিনিটের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার পর শুরু হয় প্রশ্ন-উত্তর পর্ব। শিশুদের মজার মজার প্রশ্নের উত্তর দিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা বেগম, নোয়াখালী জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (অব.) মাহফুজের রহমান, লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুদ্দিন, এন লিটল স্টার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক লায়লা পারভিন ও প্রভাতি শিশুশিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক লায়লা তারেক।
প্রশ্ন–উত্তর পর্ব শেষে লিখিত পরীক্ষা এবং বর্ণ প্রদর্শনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। ৩৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পুরস্কার দেওয়া হয় ৩৫ শিক্ষার্থীকে।