ভৈরবে বইমেলায় সেরা স্টল 'বন্ধুসভা বইঘর'

ভৈরবে বইমেলায় সেরা স্টল ‘বন্ধুসভা বইঘর’।
ভৈরবে বইমেলায় সেরা স্টল ‘বন্ধুসভা বইঘর’।


গুণ, মান, বিক্রি ও সাংগঠনিক শৃঙ্খলার দিক বিবেচনায় একুশে বইমেলায় বইয়ের স্টল দিয়ে ভৈরব বন্ধুসভার প্রথম সাফল্যের স্বীকৃতি আসে ২০১৭ সালে। ওই সময় ২২টি স্টলের মধ্যে ভৈরব বন্ধুসভাকে এককভাবে সেরা স্টলের স্বীকৃতি দেন আয়োজকেরা। এরপর আর অবস্থানের এদিক–ওদিক হয়নি। প্রতিবছরই সেরা স্টলের স্বীকৃতি পেয়ে আসছে ভৈরব বন্ধুসভা বইঘর।
এবারও একই স্বীকৃতি দেওয়া হয়েছে। আয়োজনের সমাপনী দিন গত ২৩ ফেব্রুয়ারি স্বীকৃতি উপহার তুলে দেওয়া হয়। বন্ধুসভার সভাপতি আসাদুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক আল আমিন তুষারের হাতে এই স্বীকৃতি তুলে দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সুলায়মান, রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ, প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন, বইমেলা পরিষদের উপদেষ্টা এস. এম বাকী বিল্লাহ ও বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ।