সাংবাদিকতা পেশায় নারীদের প্রতিদিন সংগ্রাম করতে হয়

আয়োজনে অংশ নেওয়া অতিথিদের সঙ্গে নারী বন্ধুরা। ছবি: শাকিব হাসান
আয়োজনে অংশ নেওয়া অতিথিদের সঙ্গে নারী বন্ধুরা। ছবি: শাকিব হাসান


প্রথম আলো বন্ধুসভার আয়োজন ‘জীবনের গল্প শুনি’ শিরোনামের নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে নিজেদের জীবনের গল্প তুলে ধরেন নারী সাংবাদিকেরা।

গতকাল রোববার, বিকেলে কারওয়ান বাজারের সিএ ভবনের পঞ্চম তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগরের ১১টি বন্ধুসভা অংশগ্রহণ করেন। আয়োজনে সাংবাদিকতা পেশা নিয়ে কথা বলেন প্রথম আলো ইংরেজি বিভাগের প্রধান আয়েশা কবীর, ফিচার সম্পাদক সুমনা শারমীন, বিশেষ বার্তা সম্পাদক কুররাতুল–আইন–তাহমিনা, জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম, মানসুরা হোসাইন ও শেখ সাবিহা আলম।

সুমনা শারমিন বলেন, ‘পরিবার ও কাজের জায়গা, দুই জায়গা থেকেই মৃদৃ ভূকম্পনের মতো, একটা মৃদু সমর্থন লাগে। যোগ্যতা ও দক্ষতা নিজের, তবে কাজের ক্ষেত্রে একটা মৃদৃ সমর্থন অবশ্যই লাগে, যেটা যেকোনো লড়াইয়ে টিকে থাকতে শেখায়।’
রোজিনা ইসলাম বলেন, ‘আমাদের প্রতিদিনই যুদ্ধ করতে হয়, আপডেট হতে হয়। কাজ করতে গেলে বাধার শেষ নেই, ভালো কিছু করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় তৈরি থাকতে হবে।’

আয়োজনে অংশ নেওয়া বন্ধুদের একাংশ। ছবি: শাকিব হাসান
আয়োজনে অংশ নেওয়া বন্ধুদের একাংশ। ছবি: শাকিব হাসান


বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক কামরুন্নাহার মৌসুমী, ঢাকা মহানগর বন্ধুসভার মনোয়ারা মম, হ্যাপী আক্তার, শেখ পূরবী, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বন্ধুসভার সামিরা সানজানা আদৃতা, যাত্রাবাড়ী বন্ধুসভার মার্জিনা আক্তার, উত্তরা বন্ধুসভার সামিহা ঐশিসহ প্রমূখ বন্ধুরা তাঁদের জীবনের অভিজ্ঞতার কথা বলেন। একই সঙ্গে নারী দিবসে বন্ধুরা অঙ্গীকার করেন, ‘সম মর্যাদায় গড়ি সুন্দর বাংলাদেশ। নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেই নিজেদের পরিচয় হোক।’

মল্লিকা সেনগুপ্তের কন্যাশ্লোক কবিতাটি আবৃত্তি করেন হাসান সালেহ জয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা জান্নাতুল বাকের, সভাপতি ড. মুমিত আল রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক প্রিন্স শাহ আলম, সহসাংগঠনিক সম্পাদক এজাজ উর রহমান, ক্যারিয়ার ও জীবনমান উন্নয়নবিষয়ক সম্পাদক সাইদুল হাসান, প্রশিক্ষণ ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাজেদিনা সনি । ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা শাহিন মাহফুজ, সভাপতি উত্তম রয়, সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান, যোগাযোগবিষয়ক সম্পাদক স্বস্তিকা সিংহ, মানব সম্পদবিষয়ক সম্পাদক শাকিব হাসান ও মনোয়ারা মম।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক খায়রুন নাহার।