নারী দিবসে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

নারী দিবসে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা।5
নারী দিবসে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা।5


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে অন্য রকম এক কর্মশালা।
এ আয়োজনে নারী দিবসের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আলোকপাত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দেলোয়ার হোসেন রনি ও জেসমিন নাহার জেরিন। কর্মশালায় নারীর সমতা, নারীর অধিকার ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।

নারী দিবসে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা।
নারী দিবসে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা।


কর্মশালায় উপস্থিত ছিলেন এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসসি) বিভাগের প্রভাষক মো. আলিম মিয়া, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, দর্শন বিভাগের প্রভাষক তারিফুল ইসলাম ও নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈম।
নারীদের সাহস জোগানের ব্যাপারে আলোচনা করেন ফোকলোর বিভাগের ছাত্রী অনিন্দিতা সেজুঁতি। নারী পুরুষের প্রতিযোগী না—এ বিষয়ে আলোচনা করেন নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈম।
কর্মশালায় নারীর অধিকার সম্পর্কে কিছু প্রশ্ন তুলে ধরা হয় অংশগ্রহণকারী ছাত্রীদের মধ্যে, যেখানে তাঁদের নিজের মতামত অনুযায়ী উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়। আয়োজনে দলীয় নাটিকার ব্যবস্থা করা হয়। সঙ্গে ছিল পোস্টার প্রদর্শনী।

নারী দিবসে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা।
নারী দিবসে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা।


অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্রীদের পুরস্কার ও সার্টিফিকেট এবং বক্তাদের ক্রেস্ট প্রদান করা হয়।
কর্মশালাটি বন্ধুসভা ও নির্ভয় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।
বেলা ৩টায় ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রফিকুল ইসলামের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।