করোনাভাইরাস: আসুন, সবাই সচেতন হই

সরিষাবাড়ী বন্ধুসভার উদ্যোগে ১৫ মার্চ ‘করোনায় ভয় নয়, আসুন সবাই সচেতন হই’ শিরোনামে প্রচারণা চালানো হয়
সরিষাবাড়ী বন্ধুসভার উদ্যোগে ১৫ মার্চ ‘করোনায় ভয় নয়, আসুন সবাই সচেতন হই’ শিরোনামে প্রচারণা চালানো হয়


প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার উদ্যোগে ১৫ মার্চ ‘করোনায় ভয় নয়, আসুন সবাই সচেতন হই’ শিরোনামে প্রচারণা চালানো হয়। সরিষাবাড়ী পৌর শহরের শিমলা বাজার এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে প্রচারপত্র বিলি করেন বন্ধুরা। করোনাভাইরাস কী? এটি কীভাবে সংক্রমণ করে। আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণগুলো কী কী। ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের কী করতে হবে। এমন সব বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, সরিষাবাড়ী বন্ধুসভার উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম, বন্ধুসভার সভাপতি আলাদিন আল আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শোভা দাস, অর্থ সম্পাদক শিপন মিয়া, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বরকত হোসেন, বন্ধু বর্ষা জাহান, পারভেজ হোসেন, সুমন মিয়া, রুবেল হোসাইনসহ আরও বন্ধুরা।