স্বাধীনতার গল্প

হে আমার উত্তর প্রজন্ম
গল্প শুনবে?
লাল, নীল ও সবুজের বুকে
ধবল স্বপ্নের রক্তাক্ত মৃত্যুর গল্প।
পদ্মা, মেঘনা, যমুনার বুকে
হঠাৎ লাশ হয়ে ভেসে ওঠা
আমার স্বজন, আমার ভাইয়ের গল্প।
গল্প শুনবে?
৭ মার্চের ভাষণের গল্প
কিংবা
আমার মায়ের আত্মচিৎকারে ভারী হওয়া
মার্চের কালো রাতের গল্প।
গল্প শুনবে?
আমাদের স্বাধীনতার গল্প,
বাংলার আকাশে–বাতাসে ভেসে আসা
গুলির আওয়াজ এবং
পাক বাহিনীর নিঃসঙ্গতার গল্প।
গল্প শুনবে?
একজন মানুষের
নায়ক থেকে মহানায়ক
অতঃপর
জাতির পিতা হওয়ার গল্প।
আরও অনেক গল্প আছে
শুনবে, গল্প শুনবে?
স্বাধীনতার গল্প
দিকে দিকে বারুদের গন্ধে বাতাস ভারী হলে
মা–বোনের আহাজারি থেমে গেলে
সবুজের বুকে লাল সূর্য অঙ্কিত পতাকা এল,
বাংলাদেশ স্বাধীন হলো,
শুনবে সে গল্প?

সভাপতি, কুড়িগ্রাম বন্ধুসভা।