যদ্যপি আমার গুরু

পাঠচক্রে শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
পাঠচক্রে শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।


৪ মার্চ চবি বন্ধুসভার বছরের তৃতীয় পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রের নির্ধারিত বই ছিল আহমদ ছফার যদ্যপি আমার গুরু। বেলা দেড়টায় বন্ধুসভার বন্ধু ইকবাল হোসেন টিটুর উপস্থাপনায় পাঠ কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের সহকারী অধ্যাপক হাসান তৌফিক ইমাম ও চবি বন্ধুসভার সভাপতি সহকারী অধ্যাপক তাসনিম মুশাররাত বইটির প্রাঞ্জল আলোচনা করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা পরপর তিনটি পাঠচক্রের ভিত্তিতে তিনজন সেরা পাঠক নির্বাচন কার্যক্রম শুরু করেছে। প্রথম সেরা পাঠক হিসেবে বই পুরস্কার পান রেদোয়ান ইসলাম।
অন্য দুই সেরা পাঠক হলেন ফেরদৌস আলম ও মিজানুর রহমান।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রুবাইয়া রাখী, উপসাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক সাইদ তানভীর, পরিবেশ সম্পাদক আমিনা রহমান লিয়া, প্রশিক্ষণ সম্পাদক হাসিব, তাসমিনা, তিশাসহ অর্ধশতাধিক নতুন বন্ধু