মধুর মাস

মধুর মাস।
মধুর মাস।


চৈত্রের শেষ দিনে উড়ু উড়ু মন
কোলাহলে বটতলা—দোলে বাগবন।
বাগবনে হইচই জোরে বাজে গান
বছরের শেষ দিনে নাচে মনপ্রাণ।

প্রিয় দিনে মেলা হবে—হবে কত মজা
সেরা দিনে সেরা সুখ, খাবে রসগজা!
পান্তার সাথে খাবে ইলিশের ভাজা
আম–জাম–তরমুজ খাবে তরতাজা।

সার্কাসে হাতি খাবে বড় বড় বেল
শক্তির খেলা মাঝে রবে নারকেল।
শহরের লোক এসে খুঁজবে অতীত
শত বিঘা জমি যেথা থাকত পতিত।

হেসেখেলে ফিরে যাবে, শহরেই ফের
কল্পনায় আঁকা রবে ছবি চাষীদের।
যে চাষীর পরিচয় ধান–ফল–ফুলে
প্রিয় দিনে সে চাষীর মন ওঠে দুলে।

মন দোলে প্রিয় দিনে পান্তার স্বাদে
লাঙলের ফালে প্রিয় আগামীকে বাঁধে!
তাই তো এদিন সেরা—সেরা ইতিহাস
আম–জাম সেরা ফল, সেরা মধুমাস।