সাজ

সাজ
সাজ


আমি এই চোখে আবার গাঢ় করে কাজল দিতে চাই,
যে কাজলে খুঁজে পাবে তুমি—তুমিময় আমাকে।
আমি এই কপালে আবার কালো টিপ দিতে চাই,
যে টিপের মায়া জগতের সবকিছু যেন থমকে দেবে।

আমি এই হাতে আবার ডজনখানেক চুড়ি পরতে চাই,
যে চুড়ির ঝনঝন আওয়াজ তোমার নতুন পথের সঙ্গী হবে।
আমি এই পায়ে আবার রুপার নূপুর পরতে চাই,
যে নূপুরের শব্দ তোমার মনে সুর তোলাবে।

আমি এই চুল আবার খোলা রেখে হাঁটতে চাই,
যে এলোমেলো চুল তুমি বারবার গুছিয়ে দেবে।
সত্যি বলছি,
আমি আবার তোমার প্রিয় কালো শাড়িটা পরে,
সাজতে চাই, শুধুই তোমার জন্যে...