চৈত্র মাসে

চৈত্র মাসে
চৈত্র মাসে


চৈত্র মাসে রোদের তাপে
শুকায় পুকুর–খাল,
চারিদিকে অস্থিরতা
যেন গরমকাল!
মাটি ফেটে চৌচির মাঠ
বৃষ্টির দেখা নাই,
চৈত্র এলে গ্রীষ্মের চিঠি
প্রকৃতিতে পাই।
বৃক্ষরাজি কাঁদছে আজ
কাঁদছে প্রাণিকুল,
সুয্যিমামা আগুন ঢালে;
রোদেই তাপের মূল!

পিপাসায় শুকিয়ে কাঠ
পথিকের গলা,
তৃষ্ণার্ত মানুষ খোঁজে
পানির ওই জলা।

ঘামে শরীর যায় ভিজে
দুপুরের রোদে,
চৈত্র এলে সুয্যিমামা
ফেটে পড়ে ক্রোধে!