সাঁঝ-বিকেলের কথোপকথন

বিকেল: আপনি আকাশ দেখেন?
সাঁঝ: কেন, আজ কি আকাশ লাল?
বিকেল: তুলো মেঘেদের আনাগোনা, পাখিদের দিগন্তে ছুটে চলা, দেখেন?
কিংবা আকাশের নীল থেকে মৃদু বাতাসের বয়ে চলা?
সাঁঝ: হুঁ, দেখি, ভালো লাগে।
বিকেল: দূ্র্বাঘাসে শিশির মাড়িয়ে কখনো চেয়ে দেখেছেন নীল আকাশের পানে, কীভাবে মেঘেরাও খুনসুটি করে?
সাঁঝ: সত্যি!
বিকেল: বর্ষার দিনে কদমতলায় দাঁড়িয়ে কখনো আকাশ বেয়ে নামতে দেখেছেন অঝোর ধারা?
সাঁঝ: ঠান্ডা বাঁধানোর কোনো ইচ্ছে নেই আমার, ওসব কল্পনাতেই ঠিক আছে।
বিকেল: ভয় নেই, ভেজা চুলগুলো মুছে দেব আলতো করে,
লেবুপাতা দিয়ে ধোঁয়া ওঠা চা, প্রয়োজনে কাফ সিরাফ।
তবু একবার...
সাঁঝ: ধুর!
প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, বন্ধুসভা সাতক্ষীরা।