পৃথিবী সেরে গেলে

অন্ধকার যত গাঢ় হয়
আলোর উন্মীলন তত দ্রুত হয়।

পৃথিবীতে আজ নিকষ অন্ধকার
এই মুহূর্তে আলোর দরকার।

লাখ লাখ মৃত্যু মানুষকে করেছে বন্দী
এ যেন ঘরে বসে শত্রুর সাথে সন্ধি।

অতি ক্ষুদ্র এক ভাইরাস করোনা
তোমায় বধ করতে মানুষ পারো না।

পৃথিবীর সমস্ত রাজপথ আজ শূন্য
আবার কবে হবে পরিপূর্ণ।

পৃথিবীর সমস্ত হাসপাতাল আজ পূর্ণ
আবার কবে হবে রোগীশূন্য।

পৃথিবীর সমস্ত বিদ্যালয় আজ বন্ধ
মনে হচ্ছে মানুষ জ্ঞানহীন মূর্খ অন্ধ।

পৃথিবীর সমস্ত বাণিজ্য আজ বন্ধ
চলছে কী এক আজব অর্থনৈতিক দ্বন্দ্ব।

আধুনিক সভ্যতা কি হয়ে পড়ছে পঙ্গু?
মহামারির তাণ্ডবে আজ সম্প্রীতি ভঙ্গু।

আবার মায়াবী চাঁদ উঠবে আকাশে
বিলোবে জ্যোৎস্না অনাবিল বাতাসে।

আমাদের দেখা হবে রোগ সেরে গেলে
আমাদের দেখা হবে সুস্থ পৃথিবীতে।

আবার গাইব গান গলা ছেড়ে
অযুত কণ্ঠে কণ্ঠ মিলিয়ে।

আমাদের দেখা হবে টিএসসির সড়কদ্বীপে
স্বপন মামার চায়ের দোকানে।

আমাদের দেখা হবে হাকিম চত্বরে
গরম বাদামের টুকটাকে।

দেখা হবে বেইলি রোডে
দেখা হবে নাটকের ডামাডোলে।

দেখা হবে শিল্পকলায়
দেখা হবে আবৃত্তি মেলায়।

দেখা হবে গাছের নিচে
দেখা হবে সবুজে।

দেখা হবে রবীন্দ্রসরোবরে
হাতে হাত রেখে।

দেখা হবে তোমাতে আমাতে
পৃথিবী সেরে গেলে।