বৈশাখের চিত্র

আঁকা: আরমান চৌধুরী লিমন
আঁকা: আরমান চৌধুরী লিমন


তীব্র মেঘের গর্জন
সাদা ধুসর লাল
বিদ্যুতের ঝলক
কে আর থাকে বাইরে
সেতারা হেলাল চলে যায় ঘরে ।
সুপারিবন যায় হেলিয়ে
এই বুঝি ভেঙে পড়লো
এই বুঝি ঘরের চাল
উড়ে নিয়ে গেল
জাগে ভয়, জাগে শঙ্কা
জননীর বুকে।
সবকিছু তছনছ ভেঙ্গে দিয়ে গেল
উল্টো দমকা হাওয়া...
কালো অন্ধকারে ঢেকে গেল পৃথিবী
নামল বৃষ্টিধারা ...
হয়তো আবারো মেঘের ডাক
আবারও গর্জন
গুরুম গুরুম...
কৃষক জীবন নিয়ে
তবুও মাঠে কাজ করে
কিষানি তার খর–জ্বালানি নিয়ে
ব্যস্ত হয়ে পড়ে...
ভিজতে ভিজতে চুপসে গেছে
এ অন্ধকারে
লক্ষ্মী ধেনু মন খারাপ করেছে
আদর দিলাম
আয় এখন আয়
আরও দেব একমুঠো ।
বৃষ্টি শেষে আমবাগানে
ছেলে–মেয়েদের ভীড়
সেতারা, হেলাল আম কুড়িয়ে
ফিরে যায় আপন নীড়

রংপুর বন্ধুসভা