তিন মাস টিউশনি করেছিলাম


আমি গ্রহণ করেছি কিছু উদ্যোগ। তেমন কিছু করার শক্তি, সামর্থ্য বা সক্ষমতা আমার নেই।
বাসায় না জানিয়ে তিন মাস টিউশনি করেছিলাম ভার্সিটিতে ভর্তির আগে। ভাবিনি দেশ একসময় এমন করুণ রোদনভরা চিৎকারে ফেটে পড়বে। এভাবে জনজীবনে নেমে আসবে বিপর্যয়। কেন জানি, মনের অজান্তেই সেই টাকাগুলো জমিয়ে রেখেছিলাম। সেই টাকাটা অক্ষত আছে আমার কাছে।
তিন মাসের ১২ হাজার টাকা আমি বিলিয়ে দিতে চাই অসহায়দের মাঝে। শখের বশে ছোটকাল থেকেই আঁকিবুঁকি করতাম। সবাই বলে আমি নাকি ভালোই আঁকতে পারি। পাঁচ রমজান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, নিজের আঁকা ছবিগুলো অনলাইনে বিক্রি করে তার সব টাকা বিলিয়ে দেব তাদের হিতার্থে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে অনেক সাড়া পেতেও শুরু করেছি। ঈদের দিন আরেকটি বিশেষ কাজ করার ইচ্ছে আছে আমার। সেটি হলো গ্রামের এতিমখানার শিশুদের জন্য দুপুরে একবেলা খাবারের ব্যবস্থা করা। এতিমখানার শিশুদের দেখলে খুব খারাপ লাগে আমার।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ