অনুক্ত শব্দ

আঁকা: আরমান চৌধুরী লিমন
আঁকা: আরমান চৌধুরী লিমন


বুকের মাঝে দুঃখের দীর্ঘ মাস্তুল,
পৃথিবীর প্রতিটা প্রাণীর বুকে এত দীর্ঘশ্বাস কেন?
এই ক্ষণিকের জীবনে
পরম পাওয়া বলে কিছুই কি নেই?
নাহ্ পরম পাওয়া বলে কিছু
নেই।
যা আছে সবই ভালো থাকার ভান,
লোক দেখানো মিথ্যে হাসির প্রতিযোগিতা...।
যদি ভুল আকাশেই ঘুড়ি ওড়াতে ভালোবাসো
তবে...
থাক না কিছু অনুক্ত শব্দ অনুচ্চারিত,
থাক না কিছু কষ্ট গোপনে
থাক না কিছু নির্বোধ স্বপ্ন নয়নে।
নাইবা জানল লোকে,
দুঃখের মাস্তুল ভরা তরঙ্গে আঘাত হানলে
হৃদয় কতটা বিদীর্ণ হয়!
তা দেখতে কেমন দেখায়,
নাই বা জানল কেউ।

কলাপাড়া বন্ধুসভা।