মৃত্যু এখানে নেহাত সংখ্যা

আঁকা: আরমান চৌধুরী লিমন
আঁকা: আরমান চৌধুরী লিমন


আগে কারও মৃত্যুর খবর শুনলেই আমাদের শরীরে
গোপনে ভয়ংকর একটা শীতল স্রোত বয়ে যেত
আগে একটা মৃত্যুতে রোনাজারি করত পুরো পাড়া
চোখের জল সংক্রমিত হতো স্বজন থেকে প্রতিবেশী
শোকের কালো মেঘে ছেয়ে যেত মানবিক আকাশ
আগে দশটা মৃত্যু হলে দেশটাই শোকে নুয়ে পড়ত!
এই করোনাকালের বিশ্বে লাখো মানুষের লাশ পড়ছে
এই মহামারিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নিযুত মানুষ
আজকাল মৃত্যু এখানে আর কোনো শোকগাথা নয়
মৃত্যুর খবরগুলো হয় খুবই নির্লিপ্ত, সহজ ও স্বাভাবিক!
আমাদের কাছে লাশের সংখ্যা এখন গাণিতিক অঙ্ক শুধু
এই চরাচরের মৃত্যু এখন টিভি চ্যানেলের বিশেষ বুলেটিন
বা খবরের কাগজে ফেসবুকে নেহাত সংবাদ শিরোনাম!
তাই আর কোনো মৃত্যু আমাদেরকে স্পর্শ করে না
তাই আমরা আর কোনো মৃত্যুতে কাঁদি না,
অতঃপর আমরা শুধু বেঁচে থাকার আয়োজন করি...

পলাশ, নরসিংদী