রুদ্ধদ্বার

আঁকা: আরমান চৌধুরী লিমন
আঁকা: আরমান চৌধুরী লিমন


আমি যখনই নিজের পছন্দকে প্রশ্রয় দিতে গিয়েছি
আমার ওপর হাজারো প্রশ্নের ঢেউ আছড়ে পড়েছে।

আমি যখনই নিজের স্বপ্নগুলো ছুঁয়ে দেখতে গিয়েছি
আমার উদীয়মান ডানা জোড়া কেটে ফেলা হয়েছে।

আমি যখনই জীবনকে নিজের মতো শিখতে গিয়েছি
আমাকে ভয় দেখিয়ে কঠোরভাবে দমন করা হয়েছে।

আমি যখনই পৃথিবীকে শুদ্ধরূপে শোধরাতে গিয়েছি
আমার ওপর বিধি-বিরুদ্ধ কঠোরতম জুলুম হয়েছে।

আজ আমি নিজেকে হারিয়ে ফেলেছি। নিঃস্ব আমি।
আমার সকল আলো নিভে গেছে।

হায়! এখন কেউ আমাকে জাগিয়ে তুলে না।
এখন কেউ আমার খোঁজ করে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা