চবিসভার উৎসব


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা অনলাইনে নিয়মিত তাঁদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এসব কার্যক্রমে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মজয়ন্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা পালন করেছে এবার ভিন্ন আঙ্গিকে। সর্বমোট ৫টি পর্বে রবীন্দ্রজয়ন্তী পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
প্রথম পর্বে বন্ধুরা রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্রগুলো ধারণ করেন। কেউ সমাপ্তির আদিত্য, মৃণ্ময়ী; কেউ অপরিচিতার অনুপম, কেউ নষ্টনীড়ের চারুলতা, কেউ হৈমন্তীর অপু, হৈমন্তী; কেউ দুই বিঘা জমির উপেন, কেউ চোখের বালির মহেন্দ্র, কেউ আবার শেষের কবিতার লাবণ্যে নিজেকে সাজায়। প্রথম অংশে অংশগ্রহণকারী বন্ধুরা হলেন অপূর্ব, প্রীতি, তনুশ্রী, শফিক, মাইশা, শিহাব, তুলি, টিটু।
দ্বিতীয় পর্বে রবীন্দ্র স্মরণে দেশাত্মবোধক গান ‘ও আমার দেশের মাটি’ পরিবেশন করেন হৃদিতা মাইশা। ‘হঠাৎ দেখা’ কবিতা আবৃত্তি করেন আহমদ এবং ‘না চাহিলে যারে পাওয়া যায়’ গানটি পরিবেশন করেন তনুশ্রী বণিক।
তৃতীয় পর্বে বন্ধুরা রবীন্দ্রনাথকে তাঁর নিজ গান, কবিতা, গল্পে স্মরণ করেন। এ পর্বে ‘অন্তর মম বিকশিত করো’ কবিতাটি আবৃত্তি করেন বণিক বৈশ্য। ‘এক গাঁয়ে’ কবিতাটি আবৃত্তি করেন আফিফা আঞ্জুম স্মিতা এবং ‘অনেক কথা যাও যে বলে’ গানটি পরিবেশন করেন প্রিয়াঙ্কা মহাজন।
চতুর্থ পর্বে কবিগুরুর ‘নির্ঝর’ কবিতাটি আবৃত্তি করেন আজম মোহাম্মদ এবং ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে’ গানটি পরিবেশন করেন ছোঁয়া দেওয়ান।
সর্বশেষ পর্বে আবার কবিতা, গান দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। এ পর্বে ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’ গানটি পরিবেশন করেন জনি মং মারমা। শাহনাজ ঝুমু আবৃত্তি করেন ‘বঙ্গমাতা’ কবিতাটি এবং ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’ গানটিতে কণ্ঠ দেন মনীষা দাস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা