মাটি


আকাশের ঐ গাঁয়ে-মেঘেদের বাড়ি
মেঘে মেঘের নৃত্য-বিজলির আড়ি,
আকাশটা রেগে গিয়ে মেঘকে বলে,
'বিতাড়িত হ রে তুই-বৃষ্টির জলে।'

মাটি শুনে বলে, ‘ওহে মেঘের দল,
বুকেতে পুষি আমি ব্যথার অনল।
নেমে এসো তবে-ঢালো যত জল
আমার বুকে আছে সায়র অতল!’

বিতাড়িত বৃষ্টি ঝরে মাটির ঐ বুকে
জলে জলে থাকে জল জলজ সুখে,
পৃথিবীর তরুলতা পশুপাখির কূজন
মাটিতে দাঁড়ায় সব-মাটিতেই গোপন!

পলাশ, নরসিংদী