একসাথে প্রাণটা বাঁচাই

জীবন এখন থমকে আছে, থমকে আছে বিশ্ব
কিছু মানুষ থমকে গিয়ে, হয়ে যাচ্ছে নিঃস্ব।
কবে আবার আসবে সুদিন, কেউ তো জানে না
করোনার ভয়ে বাইরে যেতে, সবাই করে মানা।
কেমন করে জুটবে আহার, খোঁজ রাখে না কেউ
কুকুরগুলোও অনাহারে, করেছে ঘেউ ঘেউ।
ত্রাণের খোঁজে ঘুরছে গরিব, করছে কেউ চুরি
এমন কথা শুনলে তখন, মাথায় পড়ে বাড়ি।
চোরে চোরে মাসতুতো ভাই, লাজলজ্জা নাই
গলা অবধি খাবার খেয়েও, করে খাই খাই।

চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা