ডাকঘর

আঁকা: আরমান চৌধুরী লিমন
আঁকা: আরমান চৌধুরী লিমন


চিঠি আর আসে না হলুদ খামে
রানারের ঘণ্টা বাজে না, ভেজে না ঘামে।
প্রতিক্ষার প্রহর এখন আর নেই
মুঠোফোন, ই–মেইল, ফেসবুক নিয়েছে ঠাঁই।
সময় গিয়েছে চলে ধূসর দুপুরে
কাঁচা হাতে লেখা চিঠির ভাঁজে, বাজে না নূপুর।

ডাকপিয়ন আর খোলে না তালা
মরিচা পড়ে নিঃস্ব তুমি, বন্ধ সকল খেলা।
আধুনিক সময়ে জীর্ণ–শীর্ণ ডাকঘর
তুমি হয়ে গেছ খুব পর।