পৃথিবী সুস্থ হলে

আঁকা: আরমান চৌধুরী লিমন
আঁকা: আরমান চৌধুরী লিমন

পৃথিবী সুস্থ হলে পুরোনো কবিতার
খাতাটার ধুলা ঝাড়ব
আঁকাবাঁকা অক্ষরগুলো স্পর্শ করে
নতুন কিছু অক্ষর বুনব।

যেখানে মুক্ত আকাশ আবার কথা বলবে
স্পর্শ আর ভয়ের সঞ্চার করবে না।
মুক্তোদানার মতো বৃষ্টিবেলায় অগোছালো
বেশে আবার বেরিয়ে যাব অবগাহনে।
তপ্ত দুপুরেও রোদ পোহানো চায়ের কাপে
হাসির ফোয়ারা তুলবো।

মুক্ত সময়ে জীবন আঁকব আবার
পেপার বিক্রেতা ছেলেটার রংচঙে গল্প শোনাব
যে গল্পে থাকবে অভাব জয়ের কথা
গুমরে ওঠা চাপা কান্নার কথা
আর বোবা শব্দের নিরুত্তাপ কিছু অভিযোগ।