বরগুনায় ত্রাণ পেল ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবার

প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণ নিয়ে ফিরছেন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। বালিয়াতলী গ্রাম, বরগুনা সদর। প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা ট্রাকে করে গিয়ে এসব খাদ্যসহায়তা পৌঁছে দেন। ছবি: মোহাম্মদ রফিক
প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণ নিয়ে ফিরছেন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। বালিয়াতলী গ্রাম, বরগুনা সদর। প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা ট্রাকে করে গিয়ে এসব খাদ্যসহায়তা পৌঁছে দেন। ছবি: মোহাম্মদ রফিক


বরগুনায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ১৩০টি দরিদ্র পরিবারের সদস্যদের প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলায় পায়রা নদের পাড়ের বালিয়াতলী গ্রামে এসব সহায়তা বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ৫ কেজি করে চাল, ১ কেজি করে ডাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়। প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা ট্রাকে করে গিয়ে এসব খাদ্যসহায়তা পৌঁছে দেন।

সহায়তা নিতে আসা ফজলুল হক বলেন, ‘ঝড়ে আমার ঘর তলিয়ে গিয়েছিল। এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাইনি। আপনারাই আমাদের দিকে প্রথম হাত বাড়িয়ে দিয়েছেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আপনাদের যেন মানুষের সেবা করার জন্য সুস্থ রাখেন।’

লে পুষি নামের এক রাখাইন নারী বলেন, ‘জোয়ারের সময় এমনেই পানি ঘরের সামনে আয়। বইন্যার সময় ঘরের মধ্যেও পানি ঢুকেছিল। এই তিন দিনেও আমাদের কেউ খোঁজ নেয়নি। কেউই ত্রাণ নিয়ে আয় না। ত্রাণ লইয়া আপনারা আইছেন, আমরা খুব খুশি।’

সেকান্দার হাওলাদার বলেন, ‘বইন্যার (জলোচ্ছ্বাস) পানিতে সব ভাইসা গেছে। ঘরে কোনো খাবার নাই। আম্মেগো এই চাউল-ডাইল দেয়া কয়েক দিন চলে যাবে।’

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বরগুনা বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন রায় মনতোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান খান, অর্থ সম্পাদক গোপাল রায়, প্রচার সম্পাদক ইমরান, সদস্য সুলতানা, শিলা, মুন, মেহেদী হাসান, মো. সজীব প্রমুখ।