সুপ্ত দহন


কখনো এসো, জল ছবি সনে
আয়নার ওপারে
ফোঁটা ফোঁটা অশ্রুসজল চোখে
ঝরে যেতে
বিষাদ বৃষ্টির মহা উৎসবে
মন ভাঙা কাচে।
সাগরের অতল অদেখা গহ্বরে
নুড়ি পাথরের তলে
ভাঙা হৃৎপিণ্ডের খণ্ড আঁধারে
পৃথিবীময় নীলে
তুমি এসো রাতের শেষ প্রহরে
চৌচির হৃদয়ের ভাঁজে।
শুকিয়ে যাওয়া রক্তের গন্ধে
নাক সিটকাতে
তুমি এসো বৈরী রাতের চাদরে
ভালোবাসায় বিষ ছড়াতে।
কখনো না হয় অনিচ্ছা সেতুতে
এসো ওপার হতে
বিধ্বস্ত নষ্ট দুঃখের কশাঘাতে
আমাকে দেখতে।
এসো দেশলাইয়ের কাঠি হাতে
আমাকে পোড়াতে
পোড়া ছাইয়ের সুপ্ত দহনে
আগুনে কি আর নিভে?