হে বন্ধু কোথায় তুমি?

বৃষ্টি ঝরছে অঝোর ধারায়
আনমনে তোমায় খুঁজি
হারিয়ে যাচ্ছে সময়
তলিয়ে যাচ্ছি আমি
হে বন্ধু; কোথায় তুমি?

এখনো হয় অনেক কিছুই স্মরণ
হৃদয় মাঝে রক্তক্ষরণ
তোমাকে আজ বড্ড বেশি প্রয়োজন
দীর্ঘ অপেক্ষায় বসে আছি আমি
হে বন্ধু; কোথায় তুমি?

আসে না ঘুম গভীর রাত যখন
আসবে না জানি তুমিও তখন
দুচোখ দিয়ে কিছু অশ্রু বিসর্জন
ভোরের অপেক্ষায় থাকি আমি
হে বন্ধু; কোথায় তুমি?

একাকিত্বে যাচ্ছে আমার দিন যাপন
নিয়মের মাঝে একটি এলোমেলো মন
নীল রঙা কষ্টগুলো করেছি আপন
কল্পনায় তোমার স্পর্শ খুঁজি আমি
হে বন্ধু; কোথায় তুমি?

চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা