ঈদ অনুভূতি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাসের দিনে ঈদের অনুভূতি নিয়ে লিখতেই যেন কেমন লাগছে। ঘরবন্দী মানুষের ঈদ ভাবনা আর কেমন হতে পারে? এক অনিশ্চিত অনুভূতিহীন সময় পার করছি আমরা। আর এই সময়ে লিখছি ঈদ অনুভূতি।

‘অনুভূতি’ শব্দটার সঙ্গেই কেমন যেন একটা আবেগ রয়েছে। তেমনি ‘ঈদ’ শব্দের সঙ্গেও আলাদা একটা আনন্দের আমেজ রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই অনুভূতি এবং ঈদ কোনো শব্দের সঙ্গেই এবার আলাদা কোনো মন দুলে ওঠা কাজ করছে না। এই ভাইরাসে হয়তো আমি এখনো আক্রান্ত হইনি কিন্তু অনেক পরিবারের সদস্যই এই ভাইরাসে আক্রান্ত৷

তাঁদের কাছে কিংবা যাঁরা দিনমজুর অথচ কাজে যেতে না পেরে একবেলা খাচ্ছেন কি খাচ্ছেন না, তার কোনো হিসাব আমার কাছে থাকছে না। এমন অনিশ্চিত একটা সময়ে আসলেই ঈদের দিনটা প্রাণে দোলা দিতে পারছে না। বরং যেদিন জানব দেশ ভাইরাসমুক্ত, সেদিন জানব আজ ঈদ।

রুদ্র ফারাবী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা